সকাল আটটা থেকে শুরু হয়েছে দিল্লির ভোট গণনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে কার দখলে থাকতে চলেছে দিল্লি। দেখুন সেই গণনার আপডেট:
আপ ৫২ আর বিজেপি ১৮ আসনে এগিয়ে রয়েছে দিল্লিতে।
চাঁদনী চক কেন্দ্রে পিছিয়ে রয়েছেন কংগ্রেস নেত্রী অলোকা লম্বা।
বালিরমন কেন্দ্রে বেশ কিছুক্ষণ এগিয়ে থাকার পর এখন পিছিয়ে গিয়েছেন কংগ্রেস নেতা হারুন ইউসুফ। এখন লড়াই শুধুমাত্র আপ আর বিজেপির মধ্যে।
আপ ৫১, বিজেপি ১৮ আর কংগ্রেস একটি আসনে এগিয়ে।
হরিনগর আসনে এগিয়ে রয়েছেন দিল্লির মুখপাত্র তথা অত্যন্ত প্রভাবশালী নেতা তেজিন্দর পাল সিংহ বাগ্গা।
এখনও পর্যন্ত প্রাথমিক ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। তাতে আপ ৫২, বিজেপি ১৭ আর কংগ্রেস একটি আসনে এগিয়ে।
৯.৩০: (এগিয়ে)
আপ-৫২
বিজেপি-১৮
কংগ্রেস- ০
