মুকুলের অভিনন্দন যাত্রায় তৃণমূলের “গো ব্যাক” স্লোগান, উত্তেজনা সোনারপুরে

ফের বিজেপি এবং মুকুল রায়ের CAA সমর্থনে অভিনন্দন যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ালো। এবার ঘটনা সোনারপুরে। বিজেপি মিছিল যখন যাচ্ছিল, তখন রাস্তায় মাইক লাগিয়ে তৃণমূল দিল্লিতে গেরুয়া বাহিনীর ভরাডুবি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি CAA বিরোধিতায় স্লোগান দিচ্ছিল। এবং কেন্দ্রের মোদি সরকার ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে কালো পতাকা টাঙিয়ে ছিল।

ওই জায়গায় আগে থেকেই প্রচুর প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তা সত্ত্বেও বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ঠেলাঠেলি বেঁধে যায়। মুকুল রায়কে দেখে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেয় বিজেপি সমর্থকরাও।

তবে উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি পুলিশি তৎপরতায়। তৃণমূলের অভিযোগ, তারা নিজেদের মতই কর্মসূচি পালন করছিলেন। কিন্তু বিজেপির মিছিল থেকে হঠাৎ তাদের উদ্দেশ্যে কটুক্তি ভেসে আসে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ তুলেছে তৃণমূল।