ভগবানকে নিয়ে রাজনীতি নয়: দিলীপ, সুযোগ পেলে যেতে চান দিঘার জগন্নাথ মন্দিরে

“ভগবানকে নিয়ে রাজনীতি নয়। মন্দিরে জায়গায় মন্দির থাকবে। রাজনীতিতে মন্দির টেনে আনা ঠিক নয়।” দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নিয়ে স্পষ্ট অবস্থান বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সোমবার বর্ধমানের সকালে চায়ের আড্ডায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানান, তিনিও যেতে চান দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)।

ঐতিহাসিক মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে দরজা খুলে যাবে দিঘার বহু কাঙ্খিত জগন্নাথ মন্দিরের। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী পূণ্যাহুতি দেওয়ার পর মূল যজ্ঞ শেষ হয়। বুধবার সকাল থেকে শুরু হবে পৃথক যজ্ঞ। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিজেপি (BJP) নেতা দিলীপও।

তবে তার আগেই দিলীপ (Dilip Ghosh) জানান, “আমিও সুযোগ পেলে দিঘায় জগন্নাথ মন্দির যাব। জগন্নাথদেব এতদূর এগিয়ে এসেছেন। আমরা যেতে পারব না কেন?”

অযোধ্যার রাম মন্দির নিয়ে নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। বলেন, “ভগবান নিয়ে রাজনীতি করা ঠিক নয়। রাম মন্দির করে বিজেপির ভোট কমেছে। মন্দিরে জায়গায় মন্দির থাকবে। রাজনীতিতে মন্দির টেনে আনা ঠিক নয়।”