Tuesday, November 4, 2025

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

Date:

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের  রানে হারিয়ে ৫২ রানে প্রথমবার বিশ্বকাপ(ICC World Cup) খেতাব জিতল ভারতীয় মহিলা দল।

ভারতের ‘গেম চেঞ্জার’ শেফালি বর্মা! ব্যাট হাতে করেছেন ৮৭ রান, বল হাতে নিলেন ২টি মূল্যবান উইকেট!  মহিলাদের একদিনের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩০০ রান তুলতে পারেনি ভারত।ওপেনিং জুটিতে ভারত তোলে ১০৪ রান।  প্রত্যাবর্তনে দুরন্ত লড়লেন তরুণ ওপেনার শেফালী ভার্মা। ৭৮ বলে ৮৭ রান করলেন। দীপ্তি শর্মা ৫৮ এবং রিচা ঘোষ ৩৪ রান করেন।

অর্ধশতরানের আগেই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি ৪৫(৫৮)। এদিনের ৪৫ রানের ফলে এই বিশ্বকাপে স্মৃতির রান দাঁড়াল ৪১০। মিতালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি। ২০১৭ বিশ্বকাপে মিতালি ৪০৯ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিলেন পেসার আয়াবঙ্গা খাকা।

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট ও তাজমিন ৫১ রান করলেন। তাজমিন ফিরতেই ভারতীয় বোলাররা যেন ছন্দ ফিরে পেল। তবে উইকেট আকড়ে পড়ে থাকেন উলভার্ট। ৯৮ বলে ১০১ রানে প্রোটিয়া অধিনায়ক ফিরতেই জয়ের গন্ধ পেতে শুরু করে ভারত।

ফাইনালের নায়িকা অবশ্যই  শেফালি, ব্যাট হাতে দুরন্ত ইনিংসের পর দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দিলেন । অপরিচিত স্পিনারের বল খেলতে সমস্যা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। সুনে লুসের পর অভিজ্ঞ মারিজ়ান কাপও তাঁর বলে আউট হলেন। ভাল ক্যাচ ধরলেন রিচা ঘোষ। ৫ উইকেট নিলেন দীপ্তি শর্মা। নাদিনের ক্যাচ হরমনপ্রীত তালুবন্দি করতেই ইতিহাস সৃষ্টি ভারতের।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version