Monday, August 25, 2025

সেই স্পিনারদের হাত ধরেই অবশেষে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স(KKR)। নারিন(Sunil Narine), বরুণের(Varun Chakravarthy) দাপুটে বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ১৪ রানে জিতল অজিঙ্ক রাহানের দল। তবে ম্যাচ জিতলেও বেশ কয়েকটা জায়গা নিয়ে কিন্তু নাইটদের অস্বস্তি এখনও রয়েই গিয়েছে। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম থেকে হর্ষিত রানার খারাপ বোলিং। জয়ে ফিরলেও এই কয়েকটি জায়গা নাইট(kkr) শিবিরকে অবশ্যই ভাবাবে। এদিন দিল্লির বিরুদ্ধে নাইটদের মাস্ট উইন ম্যাচ ছিল। সেই ম্যাচে ১৪ রানে জিতে প্লে অফের আশা এখনও খানিকটা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। রহমনুল্লা গুরবাজ এবং নারিন(Sunil Narine) শুরুটা ভালভাবে করলেও, বড় রান করতে পারেননি তারা। অজিঙ্ক রাহানেও(Ajinkya Rahane) এদিন ফেরেন ২৬ রানে। নাইট রাইডার্সের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান করেন অঙ্গক্রিস রঘুবংশী। ভেঙ্কটেশ আইয়ার আবারও ব্যর্থ। তিনি সাত রানেই সাজঘরে ফেরেন।

রিঙ্কু সিংয়ের ২৫ বলে ৩৬ রানের ইনিংস এবং রাসেলের ৯ বলে ১৭ রানের ঝোরো ইনিংসে ভর করে শেষপর্যন্ত ২০৪ রান করে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ শিবিরে কেএল রাহুলের(KL Rahul) মতো নাম রয়েছে। লড়াইটা যে সহজ হবে না তা বেশ ভালভাবেই জানত নাইট শিবির। অন্তত ডুপ্লেসি যতক্ষণ ছিল, ততক্ষণ তো ম্যাচ দিল্লির হাতেই ছিল। সেখানেই বাজিমাত নারিনের। ৬২ রানে ডুপ্লেসিকে সাজঘরে ফেরান তিনি।

আরেকজন বড় রানের পথে থাকা অক্ষর পটেলও তাঁরই শিকার। নারিন(Sunil Narine) নেন ৩ উইকেট। এরপর এক ওভারে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) ফেরান আশুতোষ শর্মা এবং মিচেল স্টার্ককে। সেই সময়ই নাইট রাইডার্সের জয়টাও পাকা হয়ে যায়।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version