Wednesday, December 17, 2025

সিঁথি কাণ্ডে উধাও ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরাবিবি !

Date:

সিঁথি থানায় পুলিশ হেফাজতে ব্যবসায়ী রাজকুমার সাউয়ের মৃত্যুর ঘটনায় রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আসুরাবিবি।নির্মীয়মান একটি বহুতলের সামগ্রী চুরির অভিযোগের তদন্তে নেমে পুলিশ প্রথম আটক করে আসুরাবিবিকে। পেশায় তিনি কাগজকুড়ানি।মঙ্গলবার সকালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বের হন আসুরা বিবি। কিন্তু তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ নেই। পুলিশ দাবি করে, তাঁর বয়ানের ভিত্তিতেই আটক করা হয় ছাঁট লোহার ব্যবসায়ী রাজকুমারকে। তিনি পাইকপাড়া এলাকার বাসিন্দা। তিনি চোরাই জিনিস কিনেছেন, এমন অভিযোগেই তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। গত সোমবার তাঁর মৃত্যুর পরেও প্রকাশ্যে আসুরাবিবি দাবি করেন, তাঁকে জোর করে মিথ্যে বলিয়েছিল পুলিশ।

পুলিশের দাবি, ব্যবসায়ী আগে থেকেই অসুস্থ ছিলেন। পুলিশের জেরার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তবে আসুরাবিবি জানান, তাঁর সমানেই মারধর করা হয় ব্যবসায়ীকে। এমনকী তাঁকেও চড় মারা হয়। তিনি যে অন্ত‌ঃসত্ত্বা, সে কথা পুলিশকে জানানো সত্ত্বেও তাঁর সঙ্গে নির্দয় আচরণ করা হয়। মৃতের পরিবারের দাবি, আসুরাবিবি তাঁদের জানিয়েছিলেন, থানায় জেরার সময় দোষ স্বীকার করানোর জন্য ইলেক্ট্রিকের শক দেওয়া হয় ব্যবসায়ীকে। এ ব্যাপারে ব্যবসায়ীর ভাই রাকেশ সাউ দাবি করেছেন, এসআই সৌমেন্দ্রনাথ দাস এবং আরও দুই অফিসার অরিন্দম দাস এবং চিন্ময় মোহান্ত তাঁর দাদার মৃত্যুর জন্য দায়ী।

লালবাজার জানিয়েছে, অভিযুক্ত তিন পুলিশ আধিকারিককে ‘ক্লোজ’ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মানবাধিকার কমিশন। গত মঙ্গলবার সকালেই ওই ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করার আবেদন করেন মৃতের প্রতিবেশী এক আইনজীবী। শুনানিতে হাইকোর্ট জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে মৃতদেহের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version