দিল্লির ভোটে বিজেপির নটে গাছ মুড়োতেই গ্যাসের দাম এক ধাক্কায় ১৪৯টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। মধ্যবিত্তের হেঁসেলে আগুন। ফলে ভর্তুকিহীন গ্যাসের দাম দাঁড়াল ৮৯৬টাকা। আজ, বুধবার থেকেই এই দাম কার্যকর হবে। ডিসেম্বরের শুরুতেই কেন্দ্র ভর্তুকিহীন গ্যাসের দাম ১৯টাকা বাড়িয়ে করে ৭২৫.৫০টাকা। ৩১ দিনের মাথায় ফের ২১.৫০টাকা বাড়ায়। এবার ১৪৯ টাকা। অর্থাৎ দু’মাসে গ্যাসের দাম বাড়ল প্রায় ২০০টাকা! সাধারণ মানুষ আচ্ছে দিন টের পাচ্ছেন। কেন্দ্র অবশ্য বলছে গ্যাসের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলি। প্রতি মাসে দাম নির্ধারণ হয় আন্তর্জাতিক বাজার অনুযায়ী। গ্যাসের মতো প্রয়োজনীয় জ্বালানির দাম এভাবে লাফিয়ে বাড়ায় চিন্তা বাড়ছে সকলের। তবে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ায়নি কেন্দ্র।
