কাল থেকে শীত-শীত কাটবে

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। তবু ঠাণ্ডার আমেজ। তবে শীত আজ, বুধবারের পর থেকে কমবে। কাল, বৃহস্পতিবার দুপুর থেকে তাপমাত্রা চড়চড় করে বাড়বে। তবে গোটা রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে জেলায় বিশেষত বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূমের বহু জায়গায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।পশ্চিমী ঝনঝা কাশ্মীরে প্রবেশ করায় তুষারপাত হতে পারে। বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর ও হিমাচলে। শৈত্য প্রবাহ চলবে ওড়িশা, মধ্যপ্রদেশে। দিল্লি সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে কয়েক দিনের মধ্যেই। আর এই রাজ্যে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।

Previous articleদিল্লি ভোট মিটতেই গ্যাসের দাম বাড়ল এক লাফে ১৪৯টাকা!
Next articleঘুষকাণ্ডে রাকেশ আস্থানাকে ক্লিনচিট দিল সিবিআই