বিনা অনুমতিতে মিছিল। সেই কারণেই আটকানো হয়েছে। শিলিগুড়িতে ডিওয়াইএফআই-য়ের মিছিল ঘিরে ধুন্ধুমারের ঘটনায় জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। বুধবার, বিকেল ৫টা নাগাদ শিলিগুড়ির পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, বাম যুব সংগঠনকে বোঝানো হয়। কিন্তু তারা কোনও কথা না শুনে দুটো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। সেই কারণেই জলকামান ব্যবহার করা হয়। পাশাপাশি, তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ৩ পুলিশকর্মী গুরুতর আহত হন। পুলিশ লাঠিচার্জ করেনি বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে পুলিশ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ত্রিপুরারি অথর্ব।