হাফিজ সইদকে সাড়ে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ পাক আদালতের

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে সাড়ে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। সন্ত্রাসে টাকা জোগান দেওয়ার ২টি মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। ১৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের ১১ এফ ধারায় তাকে সাজা দিল আদালত। গত ৬ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রাখে আদালত। বুধবার ওই সাজা ঘোষণা করেন বিচারপতি আরশাদ হুসেন ভাট্টা।

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। মুম্বই হামলার প্রধান কারিগর ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সইদকে গৃহবন্দি করেছিল পাক প্রশাসন। হাফিজ সইদের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। পাকিস্তানের মাটিতে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল সইদ। সন্ত্রাসে টাকার জোগান দেওয়ার জন্য একাধিক সামাজিক সেবা প্রতিষ্ঠান খুলে চাঁদাও তুলছিলেন তিনি। গতবছর ওই দুই মামলায় জঙ্গিদমন আদালতে চার্জশিট পেশ করে পাক পুলিশ। শুনানি শুরু হয় ৩০ নভেম্বর। শেষপর্যন্ত শুনানি শেষ হয় গত ৬ ফেব্রুয়ারি।

আরও পড়ুন-তৃণমূলের ঘুম ছুটিয়ে বাংলায় থাবা বসাতে নামছে এবার কেজরিওয়াল!

Previous articleতৃণমূলের ঘুম ছুটিয়ে বাংলায় থাবা বসাতে নামছে এবার কেজরিওয়াল!
Next articleশিলিগুড়িতে লাঠি চালায়নি, আক্রান্ত হয়েছে পুলিশ: পুলিশ কমিশনার