Thursday, November 13, 2025

শুধু মোদির নিরাপত্তার জন্য প্রতি মিনিটে কেন্দ্রের খরচ ১১ হাজার ২৬৩ টাকা

Date:

দেশের অর্থনীতি বিপদসীমার প্রান্তে৷ একের পর এক সরকারি সংস্থা বিক্রি করে ‘সংসার চালাতে’ হচ্ছে কেন্দ্রকে৷

আর প্রধানমন্ত্রীর গায়ে যাতে আঁচড় না লাগে সেজন্য কেন্দ্রকে প্রতি ঘন্টায় খরচ করতে হচ্ছে
৬.‌৭৫ লক্ষ টাকা। মিনিটে হিসাব করলে দাঁড়াচ্ছে ১১ হাজার ২৬৩ টাকা।

জাতীয় এক সংবাদমাধ্যম মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির জন্য প্রতিদিন SPG নিরাপত্তা খাতে কেন্দ্রের খরচ হচ্ছে ১ কোটি ৬২ লক্ষ টাকা। প্রতি ঘন্টার খরচ ৬.‌৭৫ লক্ষ টাকা। প্রতি মিনিটের খরচ ১১ হাজার ২৬৩ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, ‘”হামলার আশঙ্কা বিচার করেই SPG নিরাপত্তায় কত টাকা বরাদ্দ হবে, তা নির্ধারিত হয়।’‌ প্রসঙ্গত, এই মুহুর্তে গোটা দেশে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ই SPG স্তরের নিরাপত্তা পান৷ এই খবর প্রকাশ্যে আসার পরই জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিছুদিন আগে সংসদে যে বাজেট পেশ করেছেন সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ খাতে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ অথচ আশ্চর্যের বিষয় সাধারন মানুষের নিরাপত্তার দায়িত্ব যাদের উপর, সেই পুলিশের আধুনিকীকরণ বা সীমান্তে পরিকাঠামোগত উন্নয়ন খাতে বাজেটে বরাদ্দ কমেছে। বিভিন্ন রাজ্যে চালু থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক প্রকল্পেও বাজেটে কমেছে বরাদ্দ। টাকার হিসাবে কমার পরিমাণ প্রায় হাজার কোটি৷ চলতি আর্থিক বছরের বাজেটে SPG-র খাতে বরাদ্দ হয়েছিল ৫৪০.১৬ কোটি টাকা৷ আর ২০২০-২১ সালের বাজেট প্রস্তাবে সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫৯২.৫৫ কোটিতে। স্বরাষ্ট্রমন্ত্রকের বাজেট গত আর্থিক বছরের তুলনায় এ বার প্রায় ২ হাজার কোটি টাকা বেড়েছে। এর মধ্যে শুধু আধাসেনা খাতেই বেড়েছে ৬০০ কোটি টাকা । তুলনায় অর্থ বরাদ্দ কমেছে রাজ্য পুলিশের আধুনিকীকরণে। ওই খাতে গত বছরের তুলনায় প্রায় ১৫০ কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে।

DMK সাংসদ দয়ানিধি মারানের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, ‘”হামলার আশঙ্কা বিচার করেই SPG নিরাপত্তায় কত টাকা বরাদ্দ হবে, তা নির্ধারিত হয়।’‌

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version