Wednesday, November 12, 2025

সমাবর্তন নিয়ে তীব্র সঙ্ঘাত, উপাচার্যকে শো কজ করলেন আচার্য, হতে পারেন বরখাস্ত’ও

Date:

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত তীব্র হতে চলেছে৷
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো কজ নোটিস পাঠিয়েছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে বরখাস্ত পর্যন্ত হতে পারেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷

আচার্যকে না জানিয়ে সমাবর্তনের আয়োজন কী ভাবে হচ্ছে? এই প্রশ্ন তুলে কোচবিহার পঞ্চানন বর্মা উপাচার্যকে শো কজ নোটিশ পাঠিয়েছেন রাজ্যপাল৷ উপাচার্যকে বরখাস্ত করার প্রক্রিয়াও রাজভবন শুরু করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে৷

উপাচার্যকে শো কজ করে রাজ্যপাল বলেছেন,
বিশ্ববিদ্যালয়ের আইন ভাঙার দায়ে তাঁকে কেন বরখাস্ত করা হবে না, ১৪ দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে৷
একইসঙ্গে, মেল, ফ্যাক্স এবং ডাকে এই শো কজ নোটিস বৃহস্পতিবার রাজভবন থেকে উপাচার্যকে পাঠানো হয়েছে৷ শো কজের চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ১৪ ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হতে চলেছে বলে শুনেছি৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা কোর্টের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও উপাচার্য তাঁকে সমাবর্তনের বিষয়ে কিছুই জানাননি। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইনের ধারা তুলে রাজ্যপাল বলেছেন, এই ভাবে সমাবর্তনের আয়োজন করে আচার্য পদটির সম্মান নষ্ট করা হয়েছে৷ রাজ্যপাল লিখেছেন, উপাচার্য নিজের ‘ক্ষমতার অপব্যবহার’ করেছেন এবং ‘উপাচার্য পদে তিনি বহাল থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে’৷ শো কজ নোটিসে বলা হয়েছে, আইন অনুযায়ী কারণ দর্শানোর জন্য উপাচার্যের ১৪ দিন সময় পাওয়া উচিত। সেই সময় উপাচার্যকে দেওয়া হচ্ছে।

আগামী কাল, শুক্রবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হওয়ার দিন ধার্য হয়েছে। তার আগেই আচার্যের শো কজ নোটিশ পেয়েছেন উপাচার্য৷ এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিতর্ক চলছেই৷ সমাবর্তনের আমন্ত্রণপত্রে আচার্য তথা রাজ্যপালের নাম নেই কেন? এই প্রশ্নই প্রথমে বড় হয়ে উঠেছিলো৷ বিশ্ববিদ্যালয় বলেছে, রাজ্যপালকে সমাবর্তনের বিষয়ে সব জানানো হয়েছে৷ কিন্তু রাজভবন উত্তর দেয়নি। আর রাজ্যপাল অভিযোগ করেছেন, সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে কিছুই জানায়নি।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version