Sunday, November 16, 2025

দিল্লি ভোটে ৬৭২ জনের মধ্যে ৫২৯ প্রার্থীর জামানত জব্দ!

Date:

দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই সামনে এসেছিল ভোটারদের স্পষ্ট বিভাজন। আর সেটা দুটি দলের মধ্যেই ভাগ হয়। ৬৭২ জন প্রার্থীর মধ্যে ৫২৯ জামানত জব্দ হয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লির মোট আসন ৭০টি। সব রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে প্রার্থী ছিলেন ৬৭২ জন। তার মধ্যে ৫২৯ জন প্রার্থীই তাঁদের জামানত রাখতে পারেননি। এর জেরে নির্বাচন কমিশনের কাছে ভোটে লড়তে যে টাকা জমা রেখেছিলেন, তা আর ফেরত পাবেন না তাঁরা।

৬৬টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তার মধ্যে ৬৩টি কেন্দ্রেই জামানত জব্দ হয়েছেন একসময় দিল্লির ক্ষমতাসীন দলের সদস্যরা। কংগ্রেসের জোট সঙ্গী আরজেডির ৪ প্রার্থীর একজনও জামানত রাখতে পারেননি। তালিকায় রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রার্থীরাও। তাঁদের ৬৮ জন প্রার্থীর সবাই জমানত খুইয়েছেন। জামানত জব্ধ হয়েছেন সিপিএম, সিপিআইয়ের প্রার্থীরাও।
তালিকায় রয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীও। দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়ার মেয়ে শিবানী চোপড়া, দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার যোগেন্দ্র শাস্ত্রীর মেয়ে দিল্লির মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী প্রিয়াঙ্কা সিং, সঙ্গম বিহার কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের মেয়ে পুনম আজাদ। নির্বাচনের ফল অনুযায়ী, লড়াই হয়েছে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে। আর সেই ভাগাভাগিতে অন্য দলগুলি দাঁড়াতেও পারেনি। জামানত বাজেয়াপ্তের তালিকা থেকেই সেটা স্পষ্ট।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version