Monday, May 19, 2025

রাজ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন। অথচ আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী! কেন্দ্রের এই ন্যক্কারজনক রাজনীতির প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করছেন আমন্ত্রিত সাংসদ, মন্ত্রী, মেয়র। ফলে আজ ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকছেন না। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, বাবুল সুপ্রিয়দের হাতেই উদ্বোধন হবে। ঘটনার তীব্র নিন্দা রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প শুরু। আর তিনিই আমন্ত্রিত নন! বিজেপির যুক্তি, যেখানকার প্রকল্প সেখানকার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে আমন্ত্রণ করা হয়েছে। আর যদি আমন্ত্রণের কথাই বলা হয়, তাহলে ২০০৯ সালে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর উদ্বোধনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমন্ত্রণ করা হয়নি। তাহলে এক্ষেত্রে কেন দোষ দেওয়া হচ্ছে?

প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। ৫.‌৮ কিলোমিটার এই পথে ট্রেনটি অতিক্রম করবে ৬টি স্টেশন। সেগুলি হল, সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম। প্রতিটা স্টেশনকে এক একটা থিমে সাজানো হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনের দিন এই গোটা পথটাই অতিক্রম করবে ট্রেন। একটি ট্রেনই চালানো হবে। সময় লাগবে ১৪ মিনিট। শুরুর দিনে কোনও অসুবিধা নতুন করে ধরা না পড়লে, কাল অর্থাৎ শুক্রবার থেকেই যাত্রীদের নিয়ে পুরোদমে ট্রেন চলবে এই রুটে। শুরুর পরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। পরে যাত্রীসংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হবে।
থাকছে ৫ ও ১০ টাকার টিকিট।

Related articles

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...
Exit mobile version