Thursday, May 22, 2025

কেজরিওয়ালের শপথে মমতা সহ কোনও মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ নয়, জানাল আপ

Date:

জল্পনা ছিল। কিন্তু বাস্তবে না কি হতে চলছে অন্যরকম! খবর ছিল, ১৬ তারিখ তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আপ সূত্রে খবর, রবিবাসরীয় শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না। খুবই অনাড়ম্বরভাবেই আয়োজন হচ্ছে। ঘনিষ্ট মহলে আপ নেতা কেজরিওয়াল জানান, দিল্লির জনতাই তাঁকে মসনদে বসিয়েছেন। তাঁদের সাক্ষী রেখেই শপথ নিতে চান তিনি।

দিল্লিতে কেজরিওয়ালের জয় নিশ্চিত হতেই তাঁকে শুভেচ্ছা জানান বিজেপি বিরোধী শিবিরের নেতানেত্রীরা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান। টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়, কেজরিওয়ালের শপথেও তাঁরা আমন্ত্রণ পাবেন। এই তালিকায় ছিল ডিএমকে নেতা স্ট্যালিনের নামও। কিন্তু আম আদমি পার্টির দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই জানান, সাদামাটা ভাবেই হবে শপথ গ্রহণ। সেখানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা নেই।

১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়াল যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তখন সেই মঞ্চে সিএএ-এনআরসি বিরোধী ঐক্যের প্রদর্শনী হবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আপ সূত্রে খবর, এটাই চাইছেন না কেজরিওয়াল। এমনকী, সিএএ-এনআরসি-র বিরোধিতা করে তিনি ক্ষমতায় এসেছেন, এটাও প্রতিপন্ন করতে চাইছেন না তিনি। প্রচারের সময়ও শুধুমাত্র সরকারের উন্নয়নমূলক কাজ ও তার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপ নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই ধারাই বজায় রাখতে চাইছেন কেজরিওয়াল। সেই কারণেই নিজের শপথে কোনও বিরোধী মুখ্যমন্ত্রী বা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকেই আমন্ত্রণ জানাবেন না তিনি। রাজনৈতিক মহলের অনুমান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি থেকে নিজেকে সব দিক থেকেই দূরে রাখতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন-উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version