Tuesday, November 4, 2025

উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

Date:

উত্তর কলকাতায় নতুন কমিটি ঘোষনা করতে চলেছে বিজেপি৷ সূত্রের খবর, গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার সভাপতি হতে চলেছেন কংগ্রেস ত্যাগ করে কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া শিবাজি সিংহ রায়৷ আর এই নাম প্রকাশ্যে আসামাত্রই বিজেপিতে ‘আদি-নব’ লড়াই নতুন মাত্রা পেয়েছে৷

জানা গিয়েছে, রাজ্য বিজেপির শীর্ষস্তরের একাংশের পছন্দের নাম এই শিবাজি৷ সেই অংশই এবার শিবাজিকে দলের উত্তর কলকাতার সভাপতি করতে চলেছে৷ এই অংশের বক্তব্য, বিজেপিকে কলকাতায় ‘হিন্দিভাষী’-দের দল বলে প্রচার চালায় বিরোধীরা৷ উত্তর কলকাতায় দীর্ঘদিন সভাপতির দায়িত্বে আছে অবাঙালি মুখই৷ এর ফলে বাঙালি ভোটাররা বিরূপ হচ্ছেন৷ বিজেপির প্রতি আগ্রহ হারাচ্ছেন৷ সেই কারনেই কলকাতা পুরভোটের আগেই বাঙালি মুখ আনা হচ্ছে৷ শিবাজি সিংহ রায় উত্তরের পরিচিত মুখ৷ দক্ষ সংগঠক৷ প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলেন৷ তাঁর নেতৃত্বে দল সাফল্য পাবে বলেই বিজেপির রাজ্যস্তরের একাংশের অভিমত৷

ওদিকে শিবাজি সিংহ রায়কে বিজেপি উত্তর কলকাতার সভাপতি করছে শুনেই বিজেপির আদি কর্মীরা ফুঁসে উঠেছেন৷ তাঁদের বক্তব্য, অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েও দলের কাজে এতদিন শিবাজিকে দেখা যায়নি৷ লবিবাজি করে এই পদে আসছে৷ এসব মানা হবেনা৷
উত্তরের পুরনো নেতা-কর্মীদের স্পষ্ট কথা, “এতদিন আমরাই দলকে বুক দিয়ে আগলে রেখেছি৷ আজ সুসময় দেখে সুবিধাবাদীরা সক্রিয় হচ্ছে ৷ শিবাজি যদি দক্ষ নেতাই হবেন, তাহলে এতদিনে একটি ভোটেও নিজে জিততে পারলেন না কেন? ” এই নাম বাছাইয়ের পিছনে দলের এক শীর্ষনেতার কলকাঠি নাড়ানোর অভিযোগও বিজেপির উত্তর কলকাতার পুরনো কর্মী ও নেতারা এনেছেন৷

আরও পড়ুন-ট্রেড ইউনিয়ন ‘বাড়াবাড়ি’ বন্ধ করো, রাজ্যে শিল্প যেন বন্ধ না হয় : মুখ্যমন্ত্রী

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version