Monday, November 3, 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমানে দাঁড়িয়ে লাগাতার, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক ঐশীর

Date:

লাগাতার, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। বৃহস্পতিবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা করার কথা ছিল ঐশীর। কিন্তু সেই সভার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপরে, কলেজ স্ট্রিটের বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সভা করেন তিনি। ঐশীর কথায়, “সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে আন্দোলন একদিনে হবে না। ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রতিবাদ করতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। বিশ্ববিদ্যালয়ের তর্ক বিতর্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। চোখে চোখ রেখে আরএসএস-কে বলুন আপনাদের রাজনীতি মানছি না। ধর্মের নামে বাংলাকে ভাগ হতে দিইনি। বিজেপি, আরএএস বাংলাকে ভাগ করতে পারবে না। ক্যাম্পাসে ফি বৃদ্ধি করা হচ্ছে। লাখ লাখ টাকা যদি নেওয়া হয়, তাহলে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তা পারবে না ছাত্ররা। তা নিয়েই আন্দোলন চলছিল জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। হামলা হয় আমাদের ওপর”।

তিনি আরও বলেন, আশাদুল্লা খান, “গান্ধীকে আলাদা করতে জানে না ভারতবাসী। আপনাদের কাছে আপিল করতে এসেছি। লড়াইটা সোজা নয়। স্বাধীনতার লড়াই সোজা ছিল না। সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। আরএসএস যা করছে সেটা ওঁদের ৯০ বছরের প্রোজেক্ট। আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আইআইটি ফান্ড ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে মোদি সরকার। সরকারি ক্ষেত্র বেঁচে দেওয়া হচ্ছে”। অর্থনীতি, লেখাপড়া, চাকরির নামে কিছু নেই। অমিত শাহের নিজের ছেলে বিসিসিআই-এ বসেছে। আর দেশের ছেলে ঘরে বসে থাকবে সেটা চাইছেন উনি। এদিন, ঐশীর সভা ঘিরে ভিড় জমান অনেকেই।

আরও পড়ুন-উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version