Saturday, November 15, 2025

ক্ষমতা বদলালেও, বদলায়নি পেনশনভোগীদের হাল, ফের বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়

Date:

ক্ষমতা বদলাচ্ছে বারবার। তবু সেই তিমিরেই ভাটপাড়া পুরসভা অবসরপ্রাপ্ত কর্মীদের হাল। ৪ মাসের পেনশনের টাকা বাকি থাকার অভিযোগে মাস দুয়েক আগে তাঁরা আন্দোলনে নেমেছিলেন। সেই সময় ভাটপাড়া পুরসভা পরিচালনায় ছিল বিজেপি। পুরপ্রধান সৌরভ সিং জানিয়েছিলেন, রাজ্য সরকার টাকা না দেওয়ায় তাঁরা পেনশনের দিতে পারছেন না। পরবর্তী সময়ে ক্ষমতা বদল হয়ে বোর্ড তৈরি করে তৃণমূল। বোর্ড গঠন হয় ২১ জানুয়ারি। এরপরের দিনই পুরসভায় যান অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। সেই সময় জানুয়ারি মাসের শেষে তাঁদের পেনশনের সমস্ত টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুরপ্রধান। অভিযোগ, সেই সময়ও পেনশন পাননি অবসরপ্রাপ্তরা। ফেব্রুয়ারি মাসের শুরুতে তাঁদের বকেয়া সমেত সব টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বকেয়া সহ পেনশনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুরভবনের সামনে পেনশনারস অ্যাসোসিয়েশনের সদস্যরা অবস্থানে বসেন। এর জেরে পুরসভায় ঢুকতে পারেননি কর্মীরা। সব কাজ বন্ধ হয়ে যায়। ১১টা নাগাদ পুরপ্রধান অরুণ বন্দ্যোপাধ্যায় গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে করেন। তিনি জানান, এক মাসের পেনশন অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই বাকি সব টাকা পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন পুরপ্রধান। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে, পেনশনেরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফের মহানগরের রাস্তায় অ্যাসিড হামলা

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version