Monday, November 17, 2025

বিশ্বভারতীর কলা ভবনে ভিনরাজ্যের ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ! বাকিটা ধারণার বাইরে

Date:

ফের অপ্রীতিকর ঘটনা ঘটলো বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ে। এবার কলা ভবনে ভিনরাজ্যের এক ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠলো কলা ভবনেরই এক ছাত্রর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র বিশ্বভারতীর কলা ভবনের সেরামিক বিভাগের পড়ুয়া। নাম অসীম সরকার।

এদিকে, অসম থেকে পড়তে আসা বিশ্বভারতীর কলা ভবনের ডিজাইন ও টেক্সটাইল বিভাগের ফাইনাল ইয়ায়ের ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযুক্ত কলাভ বনের ছাত্র অসীম সরকারকে গ্রেফতার করেছে। ধৃত ছাত্রকে আজ, বৃহস্পতিবার বোলপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ ও কলাভবন সুত্রে খবর, ধৃত ছাত্র অসীম সরকার বেশকিছু দিন ধরেই ভিনরাজ্যের এই কলা ভবনের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ছাত্রী তা গ্রহণ না করায় তাঁকে উত্যক্ত করছিল অসীম বুধবার রাত্রে চরমে পৌঁছায় এই পরণতি। ফের প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা হয় ছাত্রীকে। ছাত্রী বাধা দিতে গেলে অস্ত্রের কোপ পরে তাঁর বাঁ’হাতে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে। সেখানেই ছাত্রীর হাতে বেশ কয়েকটি সেলাই পরে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর ওই ছাত্রী গিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই ছাত্রী। ২০০৮ সালে বিশ্বভারতীর আনন্দসদন ছাত্রী নিবাসে প্রেমে প্রত্যাখ্যানের ঘটনায় শুট আউট এর ঘটনা ঘটেছিল। তখন এক এক ছাত্রীকে হোস্টেলে ঢুকে গুলি করে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিল প্রেমিক।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version