বন্দি ওমর আবদুল্লা, প্রশাসনকে নোটিশ শীর্ষ আদালতের

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গৃহবন্দি থাকার প্রেক্ষিতে এবার প্রশাসনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। ৬ মাস ধরে গৃহবন্দি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার তাঁর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। এই মামলার পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠিয়েছে শীর্য আদালত। ২ মার্চের মধ্যে প্রশাসনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর অগাস্টে ৩৭০ ধারা বাতিল হয়েছে। ভূস্বর্গে সভা, জমায়েত নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ইন্টারনেট, কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিয়ে আশান্তি দমনের চেষ্টা করেছে। এরই পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপর চলে কড়া নজরদারি। ‘স্পেশাল স্ট্যাটাস’ বাতিলের পর একাধিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে সরকার। যাঁর মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। সম্প্রতি মোদি সরকার ওমর ও মেহবুবার উপর জন সুরক্ষা আইন প্রয়োগ করায় সেই বন্দিদশা আরও বাড়ছে। জন সুরক্ষা আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে আদালতে না নিয়ে গিয়েও সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। শুধু প্রক্তন মুখ্যমন্ত্রী নন, বিরোধী দলের নেতাদের কাশ্মীর সফরেও প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা চাপানো হয়। সিপিআইএম নেতা ইউসুফ তারিগামীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে যেতে ইয়েচুরিকে কাশ্মীরে যেতে দেয় কেন্দ্র।

Previous articleশচীনের প্রথম প্রেম অঞ্জলি নন !
Next articleপাট্টা বিতরণ নিয়ে বাম ডানে তরজা শিলিগুড়ি পুরসভায়