পুলওয়ামায় সবচেয়ে বেশি লাভ কার? তিন প্রশ্নে খোঁচা রাহুলের

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় চল্লিশ জওয়ানের শহিদ হওয়ার বর্ষপূর্তির দিনে ফের বিতর্ক তৈরি করলেন রাহুল গান্ধী। সরকারের উদ্দেশে তিনটি প্রশ্ন রেখেছেন কংগ্রেস সাংসদ। আর এরপরই রাহুলকে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল বলে তোপ দেগেছে বিজেপি।

পুলওয়ামার বর্ষপূর্তিতে রাহুলের তিন প্রশ্ন:
1) পুলওয়ামাকাণ্ডে সবচেয়ে বেশি লাভ হয়েছে কার?
2) পুলওয়ামার ঘটনার তদন্তের পরিণতি কী?
3) পুলওয়ামায় নিরাপত্তার ভয়ঙ্কর গাফিলতির দায় কার?

রাহুল গান্ধীর এই ট্যুইটের পরই বিজেপির অভিযোগ, শহিদদের মৃত্যু নিয়ে কংগ্রেস নেতা কুৎসিৎ রাজনীতি করছেন। জঙ্গি সংগঠন জৈস ই মহম্মদ, লস্কর ই তৈবার কার্যকলাপের বিরুদ্ধে মন্তব্য না করে তিনি বুঝিয়ে দিয়েছেন, দেশ নয় রাজনৈতিক স্বার্থই আগে। নিজের দেশের সরকার বা সেনার প্রতি তাঁর আস্থা নেই অথচ তিনি জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল!

Previous articleবিজেপি মতাদর্শের জন্য লড়ে, শুধু জেতার জন্য নয়: অমিত শাহ
Next articleবিরোধীদের অভিযোগের জবাবে বিধানসভায় আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী