Thursday, November 13, 2025

কণ্ঠরোধ করছে কেন্দ্রের শাসকদল, মত প্রকাশের স্বাধীনতাই জাতীয়তাবাদ: অভিষেক

Date:

ইংরেজি দৈনিক আযোজিত “আজকের ভারতে ভিন্নমত দেশদ্রোহী তকমা” শীর্ষক বিতর্ক সভায় পক্ষে বলতে উঠে হালকা মেজাজে শুরু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, তাঁকে যখন এই বিতর্ক সভার সম্পর্কে জানানো হয়, তখন বলা হয় তাঁর বিপক্ষের বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুনে অভিষেক দারুণ উৎসাহিত বোধ করেন। কারণ, যেভাবে দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আবিষ্কার করেছেন, তেমন ভাবেই হয়ত গোবর থেকে প্ল্যাটিনাম পাওয়ার তথ্যটাও জানাবেন। কিন্তু দিলীপ ঘোষকে না দেখে আশাহত হন।

এরপরেই বিতর্কের মূল পর্বে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তাঁরা চিড়ে খান কি না, বিরিয়ানি পছন্দ করেন কি না, ফুড ডেলিভারি বয়ের বা অ্যাপ ক্যাবের চালকের ধর্ম সম্পর্কে জানতে চান কি না? কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের জনগণ কী খাবে, কী পরবে সেটা ঠিক করে দেওয়াটা জাতীয়তাবাদ নয়, দেশপ্রেমও নয়। মত প্রকাশের স্বাধীনতাই আসল জাতীয়তাবাদ।
অভিষেকের মতে, বিরোধীদের জাতীয়তাবাদের সংজ্ঞার থেকে তাঁদের চিন্তাধারা আলাদা। নাম না করে তিনি বলেন, গেরুয়া শিবিরের কাছে ক্ষমতার লোভ হচ্ছে তাদের দেশপ্রেম, আর তাঁর কাছে গঠনমূলক, উন্নয়নমূলক কাজই দেশভক্তি। হিংসা-বিদ্বেষ-বিভাজনকে হাতিয়ার করছে বিরোধীরা। আর অভিষেকরা চাইছেন উন্নয়ন।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যক্তি স্বাধীনতা, বাগস্বাধীনতাই তাঁর কাছে জাতীয়তাবাদ। তিনি বলেন, আজ বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কষ্ট পেতেন, যে তাঁদের উক্তির কীভাবে অপব্যাখ্যা করা হচ্ছে।
বক্তব্যে দিল্লির নির্বাচনের উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্ধত্যমূলক মন্তব্যের জবাব ইভিএম-এ দিয়েছেন স্বরা ভাস্করের মতো দিল্লিবাসী। অভিষেক বলেন, “এমন একটা দেশে বাস করছি, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জঙ্গি আখ্যা দিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে”। তিনি বলেন, রামমোহন রায়, বিদ্যাসাগররা মহিলাদের আলোয় আনার উদ্যোগ নিয়েছিলেন, আর গুজরাটে মহিলাদের ঋতুমতী কি না দেখার জন্য জামাকাপড় খোলা হয়। “এই গুজরাটি আপনাদের সারা দেশে চালু করতে চাইছেন” বলেও কটাক্ষ করেন অভিষেক। শেষে তিনি বলেন, তাঁদের কাছে বাগস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতাই দেশপ্রেম। এখনই এই স্বাধীনতার জন্য লড়াই করতে হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version