Tuesday, May 13, 2025

বোল্টের চেয়েও দ্রুতগতির শ্রীনিবাস এ বার সাই-তে ট্রায়াল দেবেন!

Date:

শুনলে অবাক হবেন। এ বার সাই-তে ট্রায়াল দেবেন ‘বোল্টের রেকর্ড ভাঙা’ শ্রীনিবাস। নিশ্চয়ই এর আগে কখনও এই নামটা শোনেননি?

কাম্বালা উৎসবে পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে অতিক্রম করেছেন শ্রীনিবাস। তাঁর এই গতি দেখে চক্ষু চড়কগাছ সবার।

একবার ভাবুন, কাদামাখা জমিতে খালি পায়ে দৌড়ে রেকর্ড গড়েছেন শ্রীনিবাস গৌড়া। কর্নাটকের ২৮ বছরের সেই যুবক এ বার সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়াল দেবেন । এই তথ্য দিয়েছেন খোদ কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। গৌড়ার কাছে ইতিমধ্যে ট্রেনের টিকিটও পৌঁছে গিয়েছে বলে টুইট করেছেন তিনি।
তাঁর এই গতি দেখে অবাক হয়ে যান সবাই। জামাইকার তারকা দৌড়বিদ উসেইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের গতির তুলনা শুরু হয়ে যায়। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন। সেই হিসেব অনুযায়ী শ্রীনিবাস ১০০ মিটার অতিক্রম করেছেন ৯.৫৫ সেকেন্ডে। বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি।


কর্নাটকের মুদাবিদরি গ্রামের যুবকের দুরন্ত গতির কথা কানে আসে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর। শনিবার টুইট করে তিনি জানিয়েছেন, “গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।” পরে তিনি জানান, গৌড়ার বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা হয়ে গিয়েছে। সোমবারই তিনি সাই কেন্দ্রে এসে পৌঁছবেন বলেও জানান রিজিজু।
শ্রীনিবাস কী বলছেন? ‘‘মানুষ বোল্টের সঙ্গে আমাকে তুলনা করছেন। বোল্ট বিশ্বচ্যাম্পিয়ন। আমি তো শুধুমাত্র জলকাদার জমিতে দৌড়াই।’’

Related articles

রাজ্যের পরিবহণে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...
Exit mobile version