Tuesday, May 13, 2025

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫২৩। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু সংখ্যা এক হাজার অতিক্রম করার পর তিন দিন আগে ভাইরাসের অফিসিয়াল নাম ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মহামারী তৈরি করা এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে: কোভিড ১৯। শনিবারের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা।

এদিকে জাপানে আটকে থাকা জাহাজে অন্যান্য করোনা আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয় আছেন। সংক্রমণের আশঙ্কায় জাহাজটিকে ছাড়া হচ্ছে না আবার জাপান সরকার কোনও হাসপাতালেও যাত্রীদের চিকিৎসার বিকল্প বন্দোবস্ত করে উঠতে পারেনি। ফলে জাহাজে থাকা সুস্থ যাত্রীরাও আশঙ্কায় আছেন। পুরোপুরি রোগমুক্ত না হলে অসুস্থ যাত্রীদের ফেরাতেও পারবে না তাদের দেশ। তাই জাহাজেই আইসোলেশনে রেখে চিকিৎসা চালাচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এক বিচিত্র পরিস্থিতি। এর মধ্যেই আফ্রিকা মহাদেশের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ইজিপ্টে। অন্যদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। প্রশাসনের নির্দেশ, তাঁদের গৃহবন্দি থেকে অথবা সরকারি আইসোলেশন পরিষেবা নিয়ে ১৪ দিন আলাদা থাকতে হবে।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version