Wednesday, November 12, 2025

কোভিড ১৯: চিনে মৃত্যু ছাড়াল ১৫২৩, জাপানে আটকে তিন আক্রান্ত ভারতীয়

Date:

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫২৩। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু সংখ্যা এক হাজার অতিক্রম করার পর তিন দিন আগে ভাইরাসের অফিসিয়াল নাম ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু)। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে মহামারী তৈরি করা এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে: কোভিড ১৯। শনিবারের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৬৬ হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা।

এদিকে জাপানে আটকে থাকা জাহাজে অন্যান্য করোনা আক্রান্তদের মধ্যে তিনজন ভারতীয় আছেন। সংক্রমণের আশঙ্কায় জাহাজটিকে ছাড়া হচ্ছে না আবার জাপান সরকার কোনও হাসপাতালেও যাত্রীদের চিকিৎসার বিকল্প বন্দোবস্ত করে উঠতে পারেনি। ফলে জাহাজে থাকা সুস্থ যাত্রীরাও আশঙ্কায় আছেন। পুরোপুরি রোগমুক্ত না হলে অসুস্থ যাত্রীদের ফেরাতেও পারবে না তাদের দেশ। তাই জাহাজেই আইসোলেশনে রেখে চিকিৎসা চালাচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে এক বিচিত্র পরিস্থিতি। এর মধ্যেই আফ্রিকা মহাদেশের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ইজিপ্টে। অন্যদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। প্রশাসনের নির্দেশ, তাঁদের গৃহবন্দি থেকে অথবা সরকারি আইসোলেশন পরিষেবা নিয়ে ১৪ দিন আলাদা থাকতে হবে।

আরও পড়ুন-‘বন্ধু’ নেতা-নেত্রীরা ব্রাত্য, মোদির পর অমিত শাহ ও বিজেপি সাংসদদেরও শপথে আমন্ত্রণ কৌশলী কেজরির

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version