এপ্রিলে দু’দফায় কলকাতা-সহ ১০২ পুরসভার ভোট

এপ্রিলেই পুরভোট, দিন ঠিক করবে রাজ্য, ঘোষনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷

এপ্রিলেই পুরভোট হচ্ছে। রাজ্য সরকার ভোটের দিন স্থির করে রাজ্য নির্বাচন কমিশনকে জানাবে৷ কমিশন তা ঘোষনা করে দেবে৷
পুর-নির্বাচন সংক্রান্ত আইনে বলা আছে, ভোটের দিন ঠিক করে রাজ্য সরকার। তা চূড়ান্ত ঘোষনা করে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, আগামী ১০ মার্চের পরে রাজ্য পুর-নগরোন্নয়ন দপ্তর ভোটের দিন কবে, তা চিঠি দিয়ে কমিশনকে জানিয়ে দেবে৷ জানা গিয়েছে, এপ্রিল মাসে দু’দফায় ১০২টি পুরসভার ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন কমিশন সেই মতো প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে৷ আপাতত ২ টি পুরসভা বাদে বাকি সব পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণের তালিকা প্রকাশিত হয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকার উপর ভিত্তি করেই ভোটগ্রহণ হবে। এব মিলিয়ে ধরে নেওয়া হচ্ছে, মার্চের শেষ ভাগেই রাজ্যে পুরভোটের ঢাক বেজে যাবে৷

 
Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleশান্তিপূর্ণ CAA- বিরোধিতা কখনই দেশদ্রোহিতা নয়, বম্বে হাইকোর্ট