Saturday, November 15, 2025

করোনা নিয়ে আতঙ্ক থাকলেও অলিম্পিকসের সূচি নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থা জানিয়েছে, এখনই অলিম্পিক টোকিও থেকে সরানো হচ্ছে না। ফলে নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকস আয়োজন করা হবে টোকিওতে।

চলতি বছরের শুরুতে চিনে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনার জেরে প্রাণ গিয়েছে ১৫০০ জনের। রোগের সমাধানসূত্র এখনও অধরা। বিশ্বের ২৫টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। করোনায় আক্রান্ত শুক্রবার জাপানে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ২ জন। এদিকে জুলাইয়ের শেষে অলিম্পিক শুরু হওয়ার কথা টোকিওতে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। তবে, মারণ ভাইরাসের কারণে আয়োজকদের অতিরিক্ত সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থা। এবছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ অ্যাথলিট অংশ নেবেন। টোকিও যাওয়ার কথা কয়েক হাজার বিদেশি দর্শকেরও। অলিম্পিক্স সংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোটস বলেন, করোনাভাইরাসের জন্য নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অলিম্পিক হওয়া নিয়ে কোনও সংশয় নেই। তবে চিন থেকেই সবচেয়ে বেশি সংখ্যক অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবেন। তাই অ্যাথলিটদের নিয়ে চিন্তা থাকছে।

আরও পড়ুন-এনআরসি হলে আমি আগে ডিটেনশন ক্যাম্পে যাব: গেহলট

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version