Tuesday, December 16, 2025

পদ্ম না ঘাস, এখন তিনি কোন ফুলে ? বিজেপি’র বৈঠকে অ-‘শোভন’ ছবি !

Date:

পুরভোটে নেমে পড়লো বঙ্গ-বিজেপি, কিন্তু কোথায় ‘তিনি’ ?

তাহলে কি পদ্ম-শিবির কানন-শূন্য ?

এমন অ-‘শোভন’ ছবিই ধরা পড়েছে রাজ্যে আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়ে শনিবার কলকাতায় বিজেপি’র সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের৷

এই বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির দুই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিরা। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকেও দেখা যায়নি গত নভেম্বরে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে৷ অথচ তিনি গেরুয়া শিবির ত্যাগ করেছেন, এমন খবরও নেই৷ এই বৈঠকের পর স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠেছে, পদ্ম না ঘাস, শোভন এখন কোন ফুলে ?

অনেক আশা নিয়ে বিজেপি’র শীর্ষ মহল দলে নিয়েছিলো শোভনকে৷ ভাবনায় ছিলো, তৃণমূল-ত্যাগী এই হেভিওয়েট নেতাকে সামনে রেখে, তাঁর পরামর্শ নিয়েই পুরভোটে, বিশেষ করে কলকাতার পুরভোটে যাবে বঙ্গ-বিজেপি৷ কিন্তু এখনও পর্যন্ত বিজেপির আধখানা কর্মসূচিতেও দেখা মেলেনি শোভনের৷ অথচ বিজেপি ছেড়েও দেননি শোভন৷

শনিবার পুরভোটে দলের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে ‘পলিসি’ তৈরির বৈঠক ছিলো৷ গুরুত্বপূর্ণ বৈঠক সন্দেহ নেই৷ সেখানে ঠিক হয়েছে, দলের প্রার্থী করার ক্ষেত্রে নতুন-পুরনো ভেদাভেদ রাখা হবে না৷ তৃণমূলকে হারাতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে। এলাকার তাঁর চারিত্রিক বৈশিষ্টের উপর প্রার্থী বাছাই করা হবে। বিশিষ্টজনের পাশাপাশি ‘ডাকাবুকো- দাগী’ প্রার্থীও দরকার৷ আসন্ন পুর নির্বাচনের লড়াইয়ের এই রণকৌশলই নিতে চলেছে বঙ্গ বিজেপি। রণকৌশল স্থির হয়ে গেলেও তথাকথিত ‘প্রধান সেনাপতি’ নিরুদ্দেশ থাকায় রাজনৈতিক মহলের বক্তব্য, “বিজেপি অবশেষে ঝেড়েই ফেললো শোভন চট্টোপাধ্যায়কে”৷

আরও পড়ুন-ব্যস্ত প্রধানমন্ত্রী আসেননি জানিয়ে কেজরি : আপনার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেল!

Related articles

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...
Exit mobile version