আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বাম-কংগ্রেসের মধ্যে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, কলকাতা পুরসভা নির্বাচনে ৫০ থেকে ৬০টি ওয়ার্ডের প্রার্থী দিতে চায় তারা।

২০১৫ সালে শেষ পুরসভা নির্বাচনে যে পাঁচটি আসনে কংগ্রেস জয় পেয়েছিল এবং যে আসনগুলোতে দ্বিতীয় স্থানে ছিল সেই আসনগুলিতে নিজেদের প্রার্থী দেবে কংগ্রেস। সঙ্গে বাকি আরও কয়েকটি আসনে লড়াই করতে চায় তারা। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
