Monday, November 10, 2025

এ বছরের মাধ্যমিক শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে,
টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির জন্য চলতি মাসের শুরু থেকেই সেখান দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। এর জেরে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির যান চলাচল নিয়ে আশঙ্কায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা।
পরীক্ষার দিনগুলিতে টালাব্রিজ সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুম CCTV ক্যামেরায় সর্বক্ষণের নজরদারি চালাবে৷ এছাড়া এই প্রথমবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা লালবাজারে অভিযোগও জানাতে পারবে। হোয়াটসঅ্যাপে
অভিযোগ জানানোর নম্বর :
◾৯৪৩২৬-১০৪৪৩,
◾৯৪৩২৬-১০৪৪৬,
◾৯৮৭৪৯-০৩৪৬৫
◾৯৪৩২৬-২৪৩৬৫
এই সব নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে৷ এ ছাড়াও রয়েছে পুলিশের ‘১০০’ নম্বর৷

টালা ব্রিজ সংলগ্ন এলাকায় এ বছর ১৭টি স্কুলে মাধ্যমিকের পরীক্ষাগ্রহণ কেন্দ্র করা হয়েছে। এই ১৭ স্কুলের সামনের রাস্তায় যান নিয়ন্ত্রণে সাধারণ পুলিশের পাশাপাশি থাকবেন ট্র্যাফিক পুলিশও। পরীক্ষা শুরুর আগে বা পরে পরীক্ষার্থীরা যানজটে আটকে গেলে দ্রুত তাদের সেখান থেকে বার করে নেওয়া যায়, সে কারনেই এই উদ্যোগ ৷
পুলিশসূত্রের খবর, কন্ট্রোল রুমের CCTV ক্যামেরায় বিশেষ নজর রাখা হবে টালা এবং তার সংলগ্ন এলাকায়। ওই এলাকার যে কোনও রাস্তায় সামান্য যানজট দেখলেই দ্রুত তা স্বাভাবিক করতে নির্দেশ দেবেন কন্ট্রোল রুমের অফিসারেরা। শুধু ট্র্যাফিক স্বাভাবিক রাখাই নয়, ওই সময়ে মাইক বা লাউডস্পিকার সংক্রান্ত অভিযোগ জানালে তা-ও সমাধানের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতার নগরপাল অনুজ শর্মা টুইটারে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘মাইক, লাউডস্পিকার বা অন্য অসুবিধা হলেই ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানান।’’ ওসি এবং ডিসিদের পরীক্ষার সময়ে শব্দদূষণ আটকাতে সতর্ক থাকতে বলেছেন নগরপাল।
ট্র্যাফিক পুলিশের তরফে বলা হয়েছে, রাস্তাঘাটে অসুবিধায় পড়লে পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা
◾১০৭৩,
◾৯৮৩৬৯-৮৪৮১৪,
◾২২৫০-৫০৯৬,
◾২২১৪-৩৬১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ফোন করা সম্ভব না হলে রাস্তায় কর্তব্যরত যে কোনও ট্র্যাফিক কর্মীর কাছে সাহায্য চাইলেও সমস্যা মেটানো হবে বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যে কোনও গাড়িকে আগে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। লালবাজার জানিয়েছে, প্রতি রাস্তায় পরীক্ষাগ্রহণ কেন্দ্রের নাম দিয়ে দিক-নির্দেশ থাকবে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version