সুপ্রিম কোর্টের হুমকির পর বকেয়ার ১০হাজার কোটি মেটাল এয়ারটেল

সুপ্রিম কোর্টের হুমকির পরেই নির্দেশিকা জারি করে বকেয়া মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রের টেলিকম মন্ত্রক। সেই সময়ের আগেই বকেয়ার ১০ হাজার কোটি টাকা মিটিয়ে দিল ভারতী এয়ারটেল। এয়ারটেলের বকেয়ার পরিমাণ প্রায় ৩৫,৫৮৬ কোটি টাকা।সেই টাকার সংস্থান করা আছে বলেই সংস্থা সূত্রের দাবি। এরপর টেলিকম দফতরকে একটি চিঠি দিয়ে ভারতী এয়ারটেল বলেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কোটি এবং ১৭ মার্চ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে বাকি টাকা মিটিয়ে দিতে চায় তারা।

আরও পড়ুন-নারকীয় আক্রমণ পুলিশের, ফের জামিয়ার ভিডিও নিয়ে তুলকালাম