দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন এবার করলেন বাংলার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। তিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে টুইট করলেন। রবিবার শপথ অনুষ্ঠানে কেজরিওয়াল জানিয়েছিলেন, যারা তাঁকে ভোট দেননি তিনি তাঁদেরও মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল-এর এই মন্তব্যকে সমর্থন করে এই টুইট করেছেন অনুপম হাজরা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তো এই রকম হওয়া উচিত।
