Friday, November 14, 2025

তৃণমূলের ৫ বিধায়ককে ‘Excellent’ শিরোপা দিলেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

প্রশান্ত কিশোরের বিচারে ‘Excellent’ বিধায়কের স্বীকৃতি আদায় করে নিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক৷

রাজ্যের ২০০ তৃণমূল বিধায়কের ফেসবুক পেজ সার্ভে করে টিম-পিকে “এক্সেলেন্ট” শিরোপা দিয়েছে এই ৫ বিধায়ককে। প্রথম পাঁচে নাম রয়েছে রাজ্যের চার মন্ত্রী এবং আসানসোলের মেয়রের৷ সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে দলের কর্মসূচি ও রাজ্য সরকারের কর্মকাণ্ডের প্রচারে এক নম্বর স্থান দখল করলেন হাওড়া উত্তরের বিধায়ক তথা মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা৷ দ্বিতীয় স্থানে নন্দীগ্রামের বিধায়ক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারি৷
তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন যথাক্রমে রাসবিহারি কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,
নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি৷

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের রাজনৈতিক রণনীতি ঠিক করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ভোট-কৌশলি প্রশান্ত কিশোরকে। দায়িত্ব নিয়েই পিকে শাসকদলের জনপ্রতিনিধিদের আরও নিবিড় জনসংযোগের হোম-ওয়ার্ক দিয়ে দেন৷ একইসঙ্গে জনপ্রতিনিধিদের সংগঠন তৈরির ক্ষেত্রেও বিশেষ কিছু পরামর্শ দেন পিকে।

একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের সমীক্ষাও শুরু করেন প্রশান্ত কিশোর। শাসকদলের সংগঠন তৈরির ক্ষেত্রেও বিশেষ নজর দেন পিকে। তখনই দলের নেতা-মন্ত্রীদেরও সোশ্যাল মিডিয়ায় নিজেদের কাজকর্ম ও মানুষের সঙ্গে যোগাযোগের বিশেষ উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল । সেই নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ বৃদ্ধির কাজ শুরু করেন নেতা-নেত্রীরা। পিকে-র নির্দেশ মেনে জনসংযোগের কাজ চালানোর পরই বিধায়কদের ব্যক্তিগত ফেসবুক পেজ খতিয়ে দেখা শুরু করে টিম-পিকে৷ বিধায়কদের ফেসবুক পেজে সমীক্ষা চালিয়ে পিকে দেখতে পান এই ৫ নেতার কর্মতৎপরতা৷ পিকে’র তথ্য প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে, লক্ষ্মীরতন শুক্লার ফেসবুক-পেজে দৈনিক ঢুঁ মারেন বা ‘লাইক’ করেছেন গড়ে ৩৬,৭১২ জন। তৃণমূলের ২০০ বিধায়কদের মধ্যে ‘হায়েস্ট’৷ আর তারপরই এই ৫ বিধায়ককে ‘Excellent’ শিরোপা দিলেন প্রশান্ত কিশোর!

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...