কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতার দরকার নেই, রাষ্ট্রপুঞ্জকে সাফ জানাল ভারত

পাকিস্তান সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করল ভারত। ভারত সাফ জানিয়ে দিয়েছে , জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আগামী দিনেও থাকবে। কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় শক্তির মধ্যস্থতার দরকার নেই ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, “ভারতের অবস্থানের কোনও বদল হয়নি। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যে বিষয়টি আলোচনা করা দরকার সেটি হল পাকিস্তান জোর করে অবৈধ ভাবে যে অংশটি দখল করে রেখেছে তা নিয়ে।”
তিনি আরও বলেন, “কাশ্মীর নিয়ে অন্য কোনো বিষয় যদি থাকে তা হলে তা দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করা হবে। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই।” পাকিস্তান যে ভাবে ভারতে ঘটে যাওয়া সন্ত্রাসী কার্যকলাপে মদত দিচ্ছে, সেই ব্যাপারে গুতেরেস আলোকপাত করবেন বলে মনে করছেন রবীশ।

Previous articleবেলেঘাটায় মায়ের হাতে খুন দুধের শিশু, পিতৃ পরিচয় জানতে ডিএনএ টেস্টের অনুমতি আদালতের
Next articleতৃণমূলের ৫ বিধায়ককে ‘Excellent’ শিরোপা দিলেন প্রশান্ত কিশোর