অল্পের জন্য মেয়র নির্বাচনে পরাজয়, ইংল্যান্ডে পতনের মুখে ঋষি সুনক?

সাতটি বিশেষ সংসদীয় নির্বাচনে পরাজিত হয়েছেন ঋষি শুনক। গত কয়েক সপ্তাহে স্থানীয় নির্বাচনের ৯৮৫টি আসনের মধ্যে ৪০ শতাংশে পরাজিত হয়েছেন

ইংল্যান্ড এবার কনসার্ভেটিভ পার্টির (Conservative Party) হাতছাড়া হওয়ার পথে। সেই সঙ্গে ক্ষমতা হারানোর আশঙ্কায় ঋষি সুনক (Rishi Sunak)। গত কয়েক মাসে স্থানীয় নির্বাচন থেকে বিশেষ সংসদীয় নির্বাচনে পরাজয়ের পরে এবার মেয়র নির্বাচনেও পরাজয় কনসার্ভেটিভ পার্টির। রাজনৈতিক সমালোচকদের পর্যবেক্ষণ ১৪ বছর পরে দেশের মানুষ ক্ষমতার পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন।

ওয়েস্ট মিডল্যান্ড (West Midland) মেয়র নির্বাচনে লেবার পার্টির (Labour Party) রিচার্ড পার্কারের কাছে ১,৫০৮ ভোটে পরাজিত হন কনসার্ভেটিভ পার্টির অ্যান্ডি স্ট্রিট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ পর্যন্ত পরাস্ত হতে হয় শাসক দলের প্রার্থীকে। এর আগে গত ১৮ মাসে সাতটি বিশেষ সংসদীয় নির্বাচনে পরাজিত হয়েছেন ঋষি সুনক। গত কয়েক সপ্তাহে স্থানীয় নির্বাচনের ৯৮৫টি আসনের মধ্যে ৪০ শতাংশে পরাজিত হয়েছেন কনসার্ভেটিভ পার্টির প্রার্থীরা। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই ২০ শতাংশ আসনে এগিয়ে রয়েছেন লেবার পার্টির প্রার্থীরা। এই পরিস্থিতিতে ওয়েস্ট মিডল্যান্ডে পরাজয় সুনকপন্থীদের কাছে বড় ধাক্কা।

মেয়র নির্বাচনে জিতে লেবার পার্টির রিচার্ড পার্কার পূর্বসূরী কনসার্ভেটিভ পার্টির মেয়রকে কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য অভিনন্দন জানান। সেই সঙ্গে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। পরিবহন ও বাসস্থানের ক্ষেত্রে সরকারি বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন।

Previous articleসন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ,পুলিশি তদন্তের দাবি কুণালের
Next articleনাগরিকত্ব নিয়ে প্রশ্ন! রাহুলের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে জমা পড়ল অভিযোগ