নূপুর শর্মাকে খুনের ছক, গুজরাটে গ্রেফতার মৌলবি

ফের শিরোনামে নূপুর শর্মা (Nupur Sharma)। বিজেপির প্রাক্তন মুখপাত্রকে খুনের ছক কষার অপরাধে এবার মোদিরাজ্য থেকে গ্রেফতার হলেন মৌলবি আবু বকর টিমল (Cleric Abu Bakr Timal)। পাশাপাশি নির্বাচনের সময় অশান্তি তৈরির পরিকল্পনাও ছিল বলে অনুমান করছে পুলিশ। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মৌলবি ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন এবং গণ্ডগোল পাকানোর জন্য উসকানি দিচ্ছেন বলে পুলিশের কাছে খবর ছিল। এরপরই শুরু হয় তদন্ত। উঠে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। কেবল নূপুরই (Nupur Sharma)নয়, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দরাবাদের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং ও এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চভঙ্কেকে খুনের ছক কষার অভিযোগও রয়েছে ২৭ বছর বয়সি অভিযুক্তের বিরুদ্ধে। সুরাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে যে অভিযুক্ত মৌলবি পাকিস্তান ও নেপালের দুই নাগরিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। মোবাইল চ্যাট খতিয়ে দেখে এই তথ্য জানতে পারেন অফিসাররা। উপদেশ রানাকে মারার জন্য ১ কোটি টাকা সুপারি ও অস্ত্রশস্ত্র জোগান দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পুলিশ মনে করছে, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানাকেই প্রথম মেরে ফেলার প্ল্যানিং করেছিলেন আবু বকর টিমল। পরে তদন্তে উঠে আসে যে তালিকায় রয়েছে পয়গম্বর মহম্মদ বিতর্কের অন্যতম নাম নুপূর-সহ আরও তিনজন। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Previous articleনাকাতল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, ভোটের আবহে দিল্লিতে চাঞ্চল্য
Next articleসন্দেশখালির মিথ্যাচারের জবাবে BJP-র মুখোশ খোলা মহুয়াকে জেতান, বার্তা অভিষেকের