মানুষ নয়, করোনা আতঙ্কের জেরে হোটেলে বন্দিদের খাবার পৌঁছে দিচ্ছে রোবট

করোনাভাইরাসে চিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। সেখানকার মানুষ ভয়ে ঘরের বাইরে বেরাতে পারছেন না। এই রকম এক সময় সংক্রমণ এড়াতে প্রযুক্তির সাহায্য নিল চিন। হোটেলের রুমে ঘুরে ঘুরে খাবার পৌঁছে একটি রোবট। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোবটটির নাম লিটল পিনাট। ভিডিয়োটি চিনের হনঝাউয়ের একটি হোটেলের। সেখানে রোবটটিকে দেখা যাচ্ছে হোটেলের প্রতিটি রুমে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে সে। তারপর জোরে জোরে ঘোষণা করছে, ‘‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গিয়েছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন।’’ খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবট বলে উঠছে, ‘‘খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজনে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান।’’ হোটেলের একটা রুমে খাবার পৌঁছে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় পর রোবট রওনা দিচ্ছে অন্য রুমের জন্য।

দেখুন সেই ভাইরাল ভিডিও…

আরও পড়ুন-করোনাভাইরাসে চিনে মৃত্যু ছাড়াল ১৭০০

Previous articleমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা, জানালেন পরিবহনমন্ত্রী
Next articleএশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ-এর ম্যাচ ঘিরে পারদ চড়ছে বাংলাদেশে