Wednesday, November 12, 2025

জাপানে আটকে থাকা জাহাজে দুই ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত

Date:

জাপান উপকূলে আটকে থাকা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুই ভারতীয়। তাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত দু’জন জাহাজেরই কর্মী বলে জাপানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।

সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য জাপান সরকার আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে ইয়োকোহামা বন্দরেই আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে।

এর আগে বেশ কয়েক বার ওই জাহাজ থেকে, ফেসবুকের মাধ্যমে ভারত সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন বিনয়কুমার সরকার নামের এক বাঙালি যুবক। তিনি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকির হাতিপার এলাকার বাসিন্দা। ভিডিও বার্তায় বিনয় জানান, গত ২০ জানুয়ারি জাপানের ইয়োকোহামা থেকে হংকং রওনা দেয় ডায়মন্ড প্রিন্সেস। ২৫ জানুয়ারি হংকংয় পৌঁছায় সেটি। সেখান থেকে এক জন যাত্রী উঠেছিলেন। ওই যাত্রীই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ তাঁদের।বিনয় জানান, হংকং থেকে ফের ২৮ জানুয়ারি রওনা হয়েছিলেন তাঁরা। গন্তব্য ছিল ভিয়েতনাম। কিন্তু ২ ফেব্রুয়ারি সংক্রমণের কথা জানতে পেরে দ্রুত টোকিওর কাছে জাহাজ ফেরানো হয়। ৫ ফেব্রুয়ারি থেকে সেখানেই আটকে রয়েছেন তাঁরা।
শুধু বিনয়ই নন, সোনালী ঠাকুর নামে জাহাজের আর এক কর্মীও ইতিমধ্যে ভারত সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version