১২ এপ্রিল কলকাতায় পুরভোট?

এপ্রিল থেকেই পুরভোটের দামামা বাজছে রাজ্যে। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভা ভোট হতে পারে। ভোট নির্বাচন কমিশন চিঠি পাঠালে তারিখে জানাবে রাজ্য। বাকি পুরসভায় ২৬ ও ২৭ এপ্রিল ভোট চায় রাজ্য। তবে তার মধ্যে থাকছে না বারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভা।
মোট ১০২টি পুরসভায় ভোট হবে এপ্রিলে। নবান্ন সূত্রে খবর, নির্বাচন কমিশন রাজ্যের কাছে দিনক্ষণ চাইলে, এই দিনগুলির কথাই কমিশনকে জানানো হবে। রাজ্য সরকার চাইছে, কলকাতা ও হাওড়ার ভোট রমজান মাসের আগে হলেও, বাকি পুরসভাগুলিতে রমজান মাসের ভোট হবে। এবছর ১৬ অক্টোবর সল্টলেক ও আসানসোল এই দুটি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তাই ওই দুটি পুরসভার ভোট হবে পুজোর পরে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন-জেলবন্দি থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাপস পালের মৃত্যুতে বিবৃতি অধীর চৌধুরীর

Previous articleজেলবন্দি থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাপস পালের মৃত্যুতে বিবৃতি অধীর চৌধুরীর
Next articleরোজ ভ্যালি : বাতিল হচ্ছে তাপসের বিরুদ্ধে মামলা