দেশের সেরা সাংবাদিকদের সঙ্গে ভাগবতের গোপন বৈঠক ফাঁস

কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে জনমানসে বিরূপ ধারণা তৈরি হয়েছে, তা দিল্লি ভোটের পর পরিস্কার। সে নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে সরকারের। আর এই সমস্যার সমাধানে বিজেপির হয়ে ব্যাট করতে নামলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার প্রথম ধাপ হিসাবে দেশের সেরা ৭০ সাংবাদিকদের সঙ্গে গোপন বৈঠকে বসলেন তিনি। রাজধানী নয়াদিল্লির ছত্তরপুরে এই গোপন বৈঠক হয়। কিন্তু চেষ্টা করেও এই বৈঠকের কথা গোপন থাকেনি

বৈঠকের মূল বক্তব্য কী? মূলত দেশ জুড়ে সিএএ, এন আরসি ও এনপিআর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার নিরসন করার চেষ্টা। এছাড়া সরকারি সংস্থাগুলিতে বিলগ্নিকরণ এবং অভিন্ন দেওয়ানি আইন নিয়ে মতামত নেওয়া হয়। বিজেপির লক্ষ্য, দেশের সেরা সাংবাদিকদের বুঝিয়ে কঠোর সমালোচনার পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া। যাতে বিরোধী হাওয়া ছড়িয়ে না পড়ে। এর আগে গত বছর ভাগবত আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন। এবারের বৈঠকের ফল কী হয়, সেটাই রাজনৈতিক মহলের লক্ষ্য

Previous articleকরোনাভাইরাস সংক্রমণের জেরে এ বার প্রাণ গেল হাসপাতালের ডিরেক্টরেরও !
Next articleপ্রিয় নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে আসতে শুরু করেছেন অনুরাগীরা