করোনাভাইরাস সংক্রমণের জেরে এ বার প্রাণ গেল হাসপাতালের ডিরেক্টরেরও !

করোনাভাইরাস সংক্রমণের জেরে এ বার প্রাণ গেল উহানের উচ্যাং হাসপাতালের ডিরেক্টরেরও। যা নিয়ে ফের কাঠগড়ায় চিন। জানা গিয়েছে , বছর বাহান্নর নিউরো-সার্জন লি ঝিমিং মঙ্গলবার মারা যান। সেই খবর প্রকাশ্যে এলেও চিনা সংবাদমাধ্যম তা চেপে যাওয়ার চেষ্টা করে । প্রশাসনিক সূত্রে বলা হয়, ওই চিকিৎসককে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তার পর আজ বুধবার সকালে সরকারি ভাবে ঝিমিংয়ের মৃত্যুসংবাদ জানানোর হয় । এরপরই বেজিংয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নাগরিকেরা।
এখনও পর্যন্ত চিনে যে ছ’জন করোনা-আক্রান্ত স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ঝিমিংই সব চেয়ে প্রবীণ স্বাস্থ্যকর্তা। অভিযোগ, এঁদের প্রত্যেকেরই মৃত্যুসংবাদ গোড়ায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন। বেজিং অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি । সব স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছে, এঁদের সবাইকে শহিদের মর্যাদা দেওয়া হবে। হুবেই প্রদেশে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নাগাড়ে হাসপাতালেই পড়ে থাকতে হচ্ছে বলে, তাঁদের সন্তানদের কেউ সিনিয়র হাইস্কুল প্রবেশিকা পরীক্ষায় বসলে অতিরিক্ত ১০ নম্বর করে পাবে বলেও ঘোষণা করেছে চিনা প্রশাসন।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleদেশের সেরা সাংবাদিকদের সঙ্গে ভাগবতের গোপন বৈঠক ফাঁস