প্রাণে বেঁচে গেলেন অভিনেতা কমল হাসান। কমল শুটিং করছিলেন তাঁর সাম্প্রতিক ছবি ‘ইন্ডিয়ান টু’র। মেগা বাজেটের এই ছবির শুটিংয়ে বুধবার শুটিং চলছিল। হঠাৎই দেড়াশো ফুট ক্রেনের উপর থেকে লাইট সেট আপ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। প্রায় ১০জন আহত হয়েছেন। পরিচালক শঙ্কর অল্পের জন্য বেঁচে যান। তবে তিনি গুরুতর জখম। মৃত তিনজনই পরিচালক শঙ্করের সহকারী। কমল হাসান ঘটনাস্থল থেকে সামান্য দূরে থাকায় বরাত জোরে বেঁচে যান। লাইকা প্রোডাকশনের এই ছবিটা একাধিক ভাষায় মুক্তি পাবে।
