ফের মাথায় হাত মধ্যবিত্তের! সোনার দাম ছাড়ালো ৪২ হাজার

চলছে বিয়ের মরসুম। তারই মধ্যে ফের দাম বাড়লো সোনার। বুধবার কলকাতায় সোনার দাম রেকর্ড হল। এদিন ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারেট) দাম বেড়ে হয়েছে ৪২ হাজার ১১০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম গহনা সোনার দাম ৩৯ হাজার ৯৫০ টাকা।

দিল্লিতে বুধবার ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারেট) দাম ৪৬২ টাকা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৩৩৯ টাকা।

শুধু সোনার দাম নয় পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। এদিন দিল্লিতে এক হাজার ৪৭ টাকা বেড়ে কেজি পিছু রুপোর দাম দাঁড়ায় ৪৮ হাজার ৬৫২ টাকা।