Friday, December 5, 2025

এ কোন অমর? কেন বচ্চন পরিবারের কাছে অনুতাপে চাইলেন ক্ষমা?

Date:

Share post:

গায়ে হলুদ জামা। চেহারা কঙ্কালসার। দেখে বোঝার উপায় নেই, তিনিই এক সময়ে দেশের এক নম্বর ম্যানিপুলেটর অমর সিং। সুদূর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা চলছে সমাজবাদী নেতার। দীর্ঘদিন ধরে অসুস্থ। শরীর ভেঙে খানখান। সেই আত্মবিশ্বাসের লেশমাত্র নেই। কিডনির অসুখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যেন বৃদ্ধ বয়সের আত্মবিলাপ। আর সেখান থেকেই করজোড়ে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের কাছে। বললেন, আমার বাবার মৃত্যুবার্ষিকীতে ক্ষমা চাইছি বচ্চন পরিবারের কাছে। আমি আজ অনুতপ্ত।

বচ্চন পরিবার ও অমর সিংয়ের বন্ধুত্ব এক সময়ে ছিল সর্বজনবিদিত। অমিতাভ আর অমর এক সময়ে ছিলেন জুটি। শোনা যায়, তাঁর তদ্বিরেই জয়া বচ্চন রাজ্যসভার সাংসদ হন। কিন্তু একের পর এক ইস্যু নিয়ে অমিতাভকে আক্রমণ করেছিলেন অমর। এমনকী ঐশ্বর্য সম্বন্ধেও করেছেন ন্যক্কারজনক মন্তব্য। জয়ার সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। শোনা যায় তিহাড় জেলে থাকাকালীন অমিতাভ বা তাঁর পরিবার দেখা করতে না আসায় তাঁদের সম্পর্কে চিড় ধরে। পাল্টা অবশ্য অমিতাভ একটি শব্দও বলেননি। কিন্তু ভেঙে যায় সম্পর্ক।

আর সিঙ্গাপুরের হাসপাতালে শুয়ে স্মৃতিচারণে অমর তাই আজ অনুতপ্ত। রাজনীতির ময়দান থেকে বহু দূরে। মানুষের মন থেকেও ক্রমশ ধূসর হতে শুরু করেছেন। শুধু ট্যুইট নয়, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দিনে অমিতাভ বচ্চনের একটি বার্তা পেয়েছি। জীবনের আজ এই মোড় এসে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অনুতপ্তবোধ করছি। অমিতজি ও তাঁর পরিবারের কাছে ক্ষমাপ্রর্থী। স্মৃতিচারণ করেছেন তাঁর ও অমিতাভের সেই হোটেলের, যেখানে দুজনে একসময় দুমাস একসঙ্গে ছিলেন।

অসুস্থ অমর যেন অনুতাপে জর্জরিত। কিন্তু তাঁর পুরনো বন্ধু অমিতাভ কী তাঁকে মাফ করবেন! নেটিজেনদের অপেক্ষা এখন তার জন্যেই।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...