এনআরএসের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল নির্মল মাজি কে। তবে কলকাতা মেডিক্যাল কলেজের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে না।ওই পদে তিনি বহাল থাকছেন। তার পরিবর্তে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এই বিষয়ে বুধবার নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ঠিক কিসের জন্য নির্মলের এই অপসারণ সে বিষয়ে মুখে কুসলুপ এঁটেছে স্বাস্থ্য দফতর।
