১২ নয়, ২৪ এপ্রিল থেকে ভোট চায় বিজেপি

রাজ্যে ১২ এপ্রিল থেকে পুরভোট শুরু করতে চায় রাজ্য সরকার। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় বিজেপি। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের আপত্তির কথা জানান বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, বৈঠকে দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে ৩০ মার্চের পরে মাইকে প্রচার করা যাবে। কারণ, ওই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষার্থীদের সমস্যা করে প্রচার করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের প্রতিলিপিও তুলে দেখান বিজেপি নেতা। কমিশনের নিয়মানুযায়ী ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে ২৪ দিন সময় থাকে। এদিকে বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। তাহলে প্রচারের মাত্র ১০ দিন সময় পাওয়া যাচ্ছে। এত কম দিনে প্রচার করা সম্ভব নয় বলে জানান মুকুল। সেই অনুযায়ী, ২৪ এপ্রিলের আগে কোনওভাবেই ভোট সম্ভব নয় বলে মত বিজেপির।
কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুরভোট করাতে চায় রাজ্য সরকার। দিন ঘোষণা না হলেও, তত্প র কমিশন। বুধবার, পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রথম বৈঠক করেন হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক ও কলকাতার দুই ডিইও। সূত্রের খবর, ইভিএম নয়, ব্যালটেই পুরভোট করার পরিকল্পনা হয়েছে। কারণ, এপ্রিলের ২য় সপ্তাহে ভোট হলে, ইভিএম ট্রেনিং সম্ভব নয়। রাজ্যের দাবি মতে ব্যালটে ভোটের কথা ভাবছে কমিশন। সেই বিষয়েও কটাক্ষ করেছে বিজেপি। মুকুল রায়ের কথায়, “সারা দেশ এগোচ্ছে, আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে”।

Previous articleএনআরএসের পদ খোয়ালেন নির্মল মাজি
Next articleপ্রয়াত ‘কাট-কপি-পেস্ট’-এর জনক ল্যারি টেসলার