প্রয়াত ‘কাট-কপি-পেস্ট’-এর জনক ল্যারি টেসলার

কখনও ভেবেছেন ‘কাট-কপি-পেস্ট’ যদি না থাকতো তাহলে কী হতো। কম্পিউটারে কাজ করার সময় সব থেকে জরুরি এই কমান্ড। সেই ‘কাট-কপি-পেস্ট’-এর জনক ল্যারি টেসলার প্রয়াত। ১৭ ফ্রেব্রুয়ারি মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি। তিনি বিল গেটস, ডেনিস রিচি, স্টিব জোবসের মতো তিনি সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত না হলেও টেকনোলজির সঙ্গে জড়িত মানুষের কাছে ল্যারি টেসলার বেশ জনপ্রিয় নাম। তিনি অ্যাপল, অ্যামাজন, ইয়াহু, জেরক্সের মতো সংস্থায় কাজ করেছেন।

পড়াশোনা শেষ করার পর তথ্যপ্রযুক্তি সংস্থা জেরক্স-এ যোগ দেন। সেখানে কাজ করার সময় ১৯৭০ সাল নাগাদ তিনি এই ‘কাট-কপি-পেস্ট’-র কনসেপ্ট আবিষ্কার করেন। সে সময় তিনি জেরক্স পালো অল্টো রিসার্চ সেন্টারে কাজ করছিলেন। মৃত্যুর আগে তিনি সান ফ্রানসিস্কোর বে এরিয়াতে নিজের অফিসে টেকনোলজি সংক্রান্তকনসালটেন্সির কাজ করেতেন।

আরও পড়ুন-সংক্রমিতের সংখ্যা কমলেও, করোনায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়ালো

Previous article১২ নয়, ২৪ এপ্রিল থেকে ভোট চায় বিজেপি
Next articleমায়ের নির্দেশে অপহরণ পড়ুয়াকে! জালে অপহরণকারীরা