ভারতীয় চিত্র ও ভাস্কর্য নিয়ে অলোচনা- শীর্ষক ‘আওয়ার রোম্যান্টিক লিগাসি’। বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পীরা। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে শুরু হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারতীয় চিত্রে অন্যধারার আধুনিকতা, উত্তেজনা, আশা বিষয়ে বক্তব্য রাখবেন প্রণব রঞ্জন রায়, ২০ দশকে ভারতীয় মহিলাদের ভাস্কর্যের বিষয়ে বলবেন মৃণাল ঘোষ, সাম্প্রতিক বিষয়ে ভাস্কর্য বিষয়ে বক্তব্য রাখবেন জনি এমএল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিশিষ্ট শিল্পী নানক গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-কেজরির জয়ে হেরেছে বিভাজননীতি, মোদির ‘টাকা’র রাজনীতিও কাজে আসছে না : অমর্ত্য
