পোলবায় পড়ুয়াদের উদ্ধার করা পাঁচজনকে সাহসিকতার পুরস্কার দেবে আবগারি দফতর

হুগলির পোলবায় দুর্ঘটনায় পরা স্কুলগাড়ির পড়ুয়াদের উদ্ধার করতে নয়ানজুলির জলে ঝাঁপিয়েছিলেন আবগারি দফতরের এক অফিসার এবং তিন কনস্টেবল। ওই চার জন এবং তাঁদের গাড়িচালককে পুরস্কার দেবে আবগারি দফতর। সরকারও যাতে তাঁদের সাহসিকতার পুরস্কার দেয়, তার জন্য সুপারিশ করা হবে।
১৪ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনা ঘটে। তিন কনস্টেবল তাপস মণ্ডল, অমিত মণ্ডল ও গৌরহরি মাহারাকে নিয়ে অভিযানে বেরিয়েছিলেন আবগারি দফতরের ওসি মৃত্যুঞ্জয় দে। গাড়িচালক বাপ্পা দাসের হাতে মোবাইল ও মানিব্যাগ রেখে জামাকাপড় পরেই জলে ঝাঁপিয়ে খুদে পড়ুয়াদের উদ্ধার করেন তাঁরা।

Previous articleপোলবায় স্কুলগাড়ি দুর্ঘটনায় দিব্যাংশুর একটু উন্নতি, ঋষভ এখনও সঙ্কটজনক
Next articleযাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদ দখলের পথে DSF, দ্বিতীয়স্থানে SFI-ABVP জোর টক্কর