যাত্রাপথ বাড়িয়ে শিয়ালদহ-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস এবার যাবে বিকানির

এবার বাড়তে চলেছে শিয়ালদহ-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেসের যাত্রাপথ। এখন থেকে এই হাইপ্রোফাইল ট্রেনটি রাজস্থানের বিকানির পর্যন্ত যাবে। জানা গিয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা।

পূর্ব রেল সূত্রে খবর, প্রতি রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার ১২২৫৯ শিয়ালদহ-বিকানির দুরন্ত এক্সপ্রেস সকাল ১১:৪৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে বিকানির পৌঁছবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে। নয়াদিল্লি ও বিকানিরের মাঝে ট্রেনটি থামবে দিল্লি ক্যান্টনমেন্ট, গুরগাঁও, লোহারু, সাদুলপুর, চুরু ও রত্নাগঢ়ে থামবে। ফিরতি ট্রেনটি প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার বিকানির থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছাড়বে।