Sunday, November 16, 2025

আট বছরে পা দিল মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের রসায়ন বিভাগ “ভিশন” পুনর্মিলন উৎসব। প্রতি বছরের মতো এ বছরেও কলেজের রসায়ন বিভাগ “ভিশন” পুনর্মিলন উৎসবের মাধ্যমে হাত বাড়িয়ে দিয়েছে তৃতীয় বর্ষে পাঠরত মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের দিকে। শুধুমাত্র পড়াশোনা কোন ছাত্র-ছাত্রীর মানসিক গঠন করতে পারে না তার জন্য দরকার পারস্পারিক মেলবন্ধন। বিগত সাত বছর ধরে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের রসায়ন বিভাগ তাদের পুনর্মিলন উৎসব ভিশন এর মাধ্যমে সেই প্রচেষ্টাই করে চলেছে। প্রতিবছরের মতো এবছরও এই রসায়ন বিভাগ এই ভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কলেজের তৃতীয় বর্ষের এগারো জন মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের ৫০০০ টাকা করে আর্থিক বৃত্তি প্রদান করেছে।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের, প্রথমদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় আলোকচিত্র ও বিজ্ঞান প্রদর্শনী এবং ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই সব অনুষ্ঠান সর্বাঙ্গে সফল ছিল। পুনর্মিলন উৎসব এর দিন আয়োজিত হয় একটি বিতর্ক সভা ,যার মূল বিষয় ছিল ‘নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ছাত্রসমাজের কাছে বিভ্রান্তিকর’, এই বিতর্ক সভায় অনেক বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন, তারা নিজেদের মতামতের মাধ্যমে এই বিতর্ক সভাকে বর্ধিত করেছেন। পরবর্তী অনুষ্ঠান এগিয়েছে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং সবশেষে এই বিভাগের অধ্যাপক , শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবিতা ‘পুরস্কার’ এর অবলম্বনে একটি গীতিনৃত্যনাট্য পরিবেশন করেছেন যেটি ওই অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দিয়েছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version